কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শনে গিয়ে আলোচনা সভায় অংশগ্রহণ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্যরা। ছবি: বাংলাদেশ পুলিশ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্যরা। ১৪ জানুয়ারি (শনিবার) এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকারী সদস্যরা হলেন ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য মো. বেনজীর আহমেদ, বগুড়া-৫ আসনের মাননীয় সংসদ সদস্য মো. হাবিবুর রহমান, জয়পুরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য মো. শামসুল আলম দুদু, সুনামগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মো. পীর ফজলুর রহমান, কিশোরগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য মো. নূর মোহাম্মদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিব হাসান মোর্শেদ।

রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্যরা। ছবি: বাংলাদেশ পুলিশ

১৪ এপিবিএন জানায়, ১৪ জানুয়ারি বেলা সোয়া ১১টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির মাননীয় সদস্যরা উখিয়ায় এফডিএমএন ক্যাম্প পরিদর্শনের জন্য ক্যা ম্প-০৪ সিআইসি অফিসে পৌঁছান। এ সময় মাননীয় সদস্যদের সঙ্গে ছিলেন এফডিএমএন ডিআইজি (কক্সবাজার) মো. জামিল হাসান (বিপিএম-সেবা) পিপিএম, ঢাকায় এপিবিএন হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি আব্দুর রাজ্জাক, র্যা ব কর্নেল কামরুল হাসান (এডিজি), ১৪ এপিবিএন সহঅধিনায়ক পুলিশ সুপার মো. সাইফুজ্জামান, অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুর দ্দৌজা, ক্যাম্প ইনচার্জ (সিনিয়র সহকারী সচিব) দাউদ হোসেন চেীধুরী, এনএসআই ডিবি মঞ্জুর আলমসহ ১৪ এপিবিএনের অন্যান্য কর্মকর্তা।

পরিদর্শনে গিয়ে স্থায়ী কমিটির সদস্যরা একটি আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এ সময় অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুর দ্দৌজা ৩৪টি এফডিএমএন ক্যা ম্পের সার্বিক পরিস্থিতি এবং রোহিঙ্গাদের নিয়ে আরআরসি অফিসের কার্যক্রম সম্পর্কে অবগত করেন।

রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্যরা। ছবি: বাংলাদেশ পুলিশ

রোহিঙ্গাদের শিক্ষা কার্যক্রম, চিকিৎসা, খাদ্য বিতরন, আইন শৃঙ্খলা, প্রত্যাবাসন, রোহিঙ্গাদের ভাসানচর স্থানান্তর, জনসংখ্যা বৃদ্ধি, বিনোদন ইত্যাাদি কোন কোন এনজিও সংস্থা পরিচালনা করেন, সেগুলো সম্পর্কেও অতিথিদের অবগত করা হয়।

আলোচনা সভায় উপস্থিত আরআরআরসি অতিরিক্ত কমিশনার এবং বিভিন্ন ক্যা ম্পের সিআইসি ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা রোহিঙ্গা ক্যাকম্প পরিচালনায় যেসব সমস্যার সম্মুখীন হন, এবং রোহিঙ্গাদের কী ধরনের অপরাধ পরিলক্ষিত হয়, সেগুলো সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যরা সমস্যাগুলো সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত করবেন বলে আশ্বাস দেন।

ক্যাম্প-০৪-এর অফিস ইনচার্জের কার্যাশলয়ের সামনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্যরা। ছবি: বাংলাদেশ পুলিশ

পরে পরিদর্শনকারীরা দুপুরে নৌকার মাঠ পুলিশ ক্যা ম্প হয়ে ৮ এপিবিএন আওতাধীন পানবাজারের উদ্দেশ্যে রওনা হন।