চুয়াডাঙ্গায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। দামুড়হুদা থানা এলাকা থেকে ১৩ জানুয়ারি রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিদের নাম মো. শামসুল আলম ওরফে কটা (৩৫), মো. উকিল আলী (২৮) ও মো. শাকিল পারভেজ ওরফে শিমুল (৩০)।

চুয়াডাঙ্গা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ জানুয়ারি রাত ১১টার দিকে ডিবির একটি দল চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার মুক্তারপুর গ্রামে অভিযান চালিয়ে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে জুয়া খেলার সময় শামসুল ও উকিলকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের সব ডিজিটাল সাপোর্ট, অনলাইনে অর্থগ্রহন ও নিয়ন্ত্রণ করেন মো. শাকিল পারভেজ ওরফে শিমুল। তাদের তথ্যের ভিত্তিতে পরে কুষ্টিয়া থেকে শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আসামিদের কাছ থেকে চারটি অ্যান্ড্রয়েড ফোন, চারটি বাটন ফোন উদ্ধার এবং অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত বিকাশের সর্বমোট ১১ হাজার ৫৮১ টাকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা হয়েছে।