পাবনা জেলা পুলিশের উদ্যোগে শনিবার ‘পুলিশের বন্ধু বঙ্গবন্ধু’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শন করা হয়। ছবি: সংগৃহীত

পাবনা জেলা পুলিশের উদ্যোগে শনিবার ‘পুলিশের বন্ধু বঙ্গবন্ধু’ নামে স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ পুলিশ বাহিনীর সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কতটা মানবিক ও আন্তরিক ছিলেন, সেটি তুলে ধরা হচ্ছে স্থিরচিত্রের মাধ্যমে। খবর বাসসের।

দুপুরে পাবনা জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ সুপার কার্যালয়ে ‘পুলিশের বন্ধু বঙ্গবন্ধু’ নামে এই স্থিরচিত্রের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহম্মদ মহিবুল ইসলাম খান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)।

পুলিশের সঙ্গে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বিভিন্ন মুহূর্তের নানা স্থিরচিত্র নিয়ে শৈল্পিক ও নান্দনিক সৌন্দর্যবর্ধন শোভা পেয়েছে প্রায় ৩৩টি স্থিরচিত্রে।

জেলা পুলিশ সুপার কার্যালয়ের প্রবেশমুখের করিডরের দেয়াল এবং ওপরে ওঠার সিঁড়িতে টাঙানো হয়েছে ছবিগুলো।

মূল ছবিতে নিজ বাসভবনে লুঙ্গি পরা বঙ্গবন্ধু আদর করে খাওয়ার জন্য ডেকে নিচ্ছেন তাঁর নিরাপত্তায় থাকা এক পুলিশ সদস্যকে।