ভারতের জাতীয় ক্রিকেট দলের পেসার জাসপ্রিত বুমরাহ। ছবি: সংগৃহীত

টেস্টে এক ওভারে সর্বোচ্চ রান করার বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ।

ইংল্যান্ডের বিপক্ষে চলমান এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিন ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৩৫ রান তোলেন বুমরাহ। এর মধ্যে বুমরাহর অবদান ছিল ২৯ রান। বাকি ৬ রান ছিল অতিরিক্ত।

এক ওভারে সর্বোচ্চ রান দেওয়ার পাশাপাশি ব্যাটার হিসেবেও এক ওভারে সর্বোচ্চ রানের মালিক এখন বুমরাহ। খবর বাসসের।

ভারতীয় ইনিংসের ৮৩তম ওভারে স্ট্রাইক পান এ ম্যাচের অধিনায়ক বুমরাহ। ব্রডের প্রথম ডেলিভারিতে চার মারেন বুমরাহ। পরের বলে ওয়াইডসহ বাউন্ডারি থেকে ৫ রান আসে। পরের ডেলিভারিতে নো বলে ছক্কা মারেন বুমরাহ।

দ্বিতীয় থেকে চতুর্থ বলে তিনটি বাউন্ডারি মারেন বুমরাহ। পঞ্চম বলে আবারও ছক্কা হাঁকান তিনি। আর ওভারের শেষ বলে এক রান নেন তিনি।

শেষ পর্যন্ত ওই ওভার থেকে আসে ৩৫ রান। এর সুবাদে টেস্টে এক ওভারে সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে রেকর্ড বুকে নিজের নাম তোলেন বুমরাহ।