সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে সিলেটে ৮৬ জনের চাকরি হয়েছে।

“সেবার ব্রতে চাকরি” স্লোগান সামনে রেখে গতকাল ২৩ মার্চ সিলেট জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ ২০২৪ এর ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের চেয়ারম্যান ও সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, পিপিএম-সেবা। ফলাফলে টিআরসি পদে চাকরির জন্য ৮৬ জন চাকরিপ্রার্থীকে নির্বাচিত করা হয়।

২ হাজার ১৭৬ চাকরিপ্রার্থীর ৩ ধাপে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test শেষে গত ১৬ মার্চ ৬২৯ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষার ফলাফলে ১৬১ জন উত্তীর্ণ প্রার্থী গতকাল সকাল ১০টায় মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।

মৌখিক পরীক্ষা শেষে ১৩ জন নারী, ৭৩ জন পুরুষসহ মোট ৮৬ জন প্রার্থীকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়।

তাঁদের মধ্যে অনেকের বাবা নেই, অনেকের পরিবারে প্রথম সরকারি চাকরি এবং অনেকেই প্রান্তিক পরিবারের সদস্য।

এ সময় পুলিশ সুপার প্রাথমিকভাবে নির্বাচিত সকলকে ফুল দিয়ে অভিনন্দন জানান এবং সততার সঙ্গে চাকরি করার আহ্বান জানান।