ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ৬ মাস পূর্ণ হওয়ার দিনে ইউক্রেনের একটি রেলস্টেশনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ২২ বেসামরিক ইউক্রেনীয় নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ।

বিবিসি, সিএনএনসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ২৪ আগস্ট (বুধবার) চ্যাপলিন রেলস্টেশনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। তাঁর দাবি, হামলায় আহত হয়েছেন ৫০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

জেলেনস্কি এক বার্তায় বলেন, ‘আজকে আমাদের দুঃখ হলো চাপলাইন। এ মুহূর্তে সেখানে ২২ জন মারা গেছেন, ৫ জন একটি গাড়ির ভেতরে পুড়ে মারা গেছেন, সেখানে একজন কিশোরও ছিল, যার বয়স মাত্র ১১ বছর। রুশ ক্ষেপণাস্ত্র তার বাড়ি ধ্বংস করে দিয়েছে। রেলওয়ে স্টেশনে উদ্ধার অভিযান চলছে। আমরা অবশ্যই দখলদারদের জবাব দেব এবং আমরা তাদের আমাদের ভূমি থেকে বের করে দেব।’