উত্তর কোরিয়া ১৮ ডিসেম্বর (রোববার) ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। দক্ষিণ কোরিয়া এ খবর জানিয়েছে।

এর আগে উত্তর কোরিয়া সর্বশেষ উন্নত আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন, উত্তর কোরিয়া ১৮ ডিসেম্বর পূর্ব সাগরে এক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

এদিকে এর আগে উত্তর কোরিয়া উচ্চ ক্ষমতাসম্পন্ন সলিড ফুয়েল মোটরের পরীক্ষা চালিয়েছে। দেশটির সরকারি সংবাদমাধ্যম একে গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বর্ণনা করে বলেছে, এটি নতুন ধরনের কৌশলগত অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত হবে।