থাইল্যান্ডের সাংবিধানিক আদালত দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ওচাকে সাময়িক বরখাস্ত করেছে। ২৪ আগস্ট এই আদেশ দেন আদালত।

বিশেষজ্ঞরা বলছেন, থাইল্যান্ডে আর মাত্র কয়েক মাস পরই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আদালতের ওই আদেশের ফলে প্রধানমন্ত্রী প্রায়ুতের নির্বাচনী প্রক্রিয়া থেকে ছিটকে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, প্রায়ুত চান-ওচা প্রধানমন্ত্রী হিসেবে তাঁর আট বছরের মেয়াদ শেষ করেছেন বলে বিরোধী দলগুলোর আনা একটি অভিযোগ আদালত সর্বসম্মতিক্রমে শুনানি করতে সম্মত হন।

আদালত এক বিবৃতিতে বলেছেন, বিচারকেরা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রায়ুতকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার ব্যাপারেও সম্মত হয়েছেন। বিবৃতিতে বলা হয়, ‘(প্রায়ুত) প্রধানমন্ত্রী হিসেবে তাঁর অব্যাহতির পক্ষে (৫-৪) সংখ্যাগরিষ্ঠ ভোট পড়ে এবং ২৪ আগস্ট ২০২২ থেকে আদালতের রায় না হওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে।’
সরকারের নেতৃত্ব দিতে এখন থাইল্যান্ডে চলছে তত্ত্বাবধায়ক নিয়োগের তোড়জোড়। বর্তমান উপপ্রধানমন্ত্রী প্রবিত ওংসুওয়ান এই পদের জন্য পছন্দের প্রার্থীদের মধ্যে রয়েছেন।