চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীদের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইউক্রেন ৫০০ বিলিয়ন ডলারের বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল। খবর বিবিসির।

মঙ্গলবার তিন প্রতিবেশী দেশ চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এ তথ্য জানান ইউক্রনের প্রধানমন্ত্রী।

চলমান রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতি সংহতি প্রকাশ করতে বর্তমানে কিয়েভে অবস্থান করছেন চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীরা।