যুক্তরাষ্ট্রের রণতরি থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র। ছবি: সংগৃহীত

তাইওয়ান প্রণালিতে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করেছে যুক্তরাষ্ট্রের দুটি রণতরি।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর চীন-তাইওয়ান উত্তেজনার মধ্যেই রোববার প্রণালিতে এলো যুদ্ধজাহাজ দুটি। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়, জাহাজ দুটি চীন কিংবা তাইওয়ানের আঞ্চলিক জলসীমায় আসেনি। এ দুটি নৌযান আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করেছে।

আন্তর্জাতিক জলসীমায় সাম্প্রতিক বছরগুলোতে নিয়মিত এসেছে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর যুদ্ধজাহাজ।