ছবি : সংগৃহীত

রাশিয়ার হামলায় মারিওপোলে লাখো মানুষ নিহতের দাবি করেছে ইউক্রেন।

দেশটির ন্যায়পালের অভিযোগ, ওই অঞ্চলে রুশ সেনারা বন্দিদের নির্যাতন ও মৃত্যুদণ্ড দিচ্ছে। খবর সমকালের।

সোমবার (১১ এপ্রিল) দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টের সদস্যদের উদ্দেশে দেওয়া এক ভাষণে বিস্তারিত না জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, মারিওপোল ধ্বংস হয়ে গেছে, সেখানে লাখো মানুষের মৃত্যু হয়েছে, তারপরও রুশরা তাদের আক্রমণ বন্ধ করেনি।