চীনের দক্ষিণে পার্বত্য গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে সোমবার ১৩২ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত হয়েছে।

চীনের আঞ্চলিক জরুরি ব্যবস্থাপনা বিভাগের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, চায়না ইস্টার্ন এয়ারলাইনসের বোয়িং ৭৩৭ বিমান কুনমিং থেকে গুয়াংঝুর উদ্দেশে যাচ্ছিল। এটি উঝো নগরীর তেংজিয়ান কাউন্টিতে বিধ্বস্ত হয়। খবর বাসসের।
চীনের এভিয়েশন প্রশাসন তাদের ওয়েবসাইটে জানিয়েছে, বিমানটিতে ১৩২ আরোহী ছিল। তাদের ১২৩ জন যাত্রী ও বাকিরা ক্রু।

প্রশাসন জানায়, উঝো ফায়ার ব্রিগেড ২৩টি অগ্নিনির্বাপণ ট্রাকসহ ১১৭ জন দমকলকর্মীকে ঘটনাস্থলে পাঠিয়েছে।
আঞ্চলিক দমকল বিভাগ জানিয়েছে, গুয়াংজির অন্যান্য স্থান থেকে আরও ৫৩৮ অগ্নিনির্বাপণকর্মীকে উদ্ধারকাজে পাঠানো হচ্ছে।