সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

দেশে পরিবারের একাধিক সদস্যের স্বাস্থ্যগত সমস্যার খবর জানার পরও স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের গুরুত্বপূর্ণ তৃতীয় ও শেষ ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আগামী বুধবার অনুষ্ঠিত হবে ম্যাচটি।

সাকিবের মা, ছেলে, মেয়ে এবং শাশুড়ি নানা রকম শারীরিক অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। তবে এই মুহূর্তে তাঁদের অবস্থা গুরুতর নয়।

৬২ বলে ৭৭ রানের নায়কোচিত পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিক দলের বিপক্ষে বাংলাদেশকে প্রথম জয় এনে দেওয়া সাকিব তাই শেষ পর্যন্ত দলের সঙ্গে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে ভর করে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ স্বাগতিকদের বিপক্ষে ৩৮ রানের জয় নিয়ে সিরিজে এগিয়ে গেলেও কাগিসো রাবাদার বিধ্বংসী বোলিং দ্বিতীয় ম্যাচে জয় এনে দিয়েছে প্রোটিয়াদের। ফলে বর্তমানে ১-১ ম্যাচে সমতায় রয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি। এ কারণে তৃতীয় ম্যাচটি হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী।