বিলে সই করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সংগৃহীত

ইউক্রেনে মানবিক ও সামরিক সহায়তায় ১৩৬০ কোটি ডলারের প্যাকেজের বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার এ বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট। খবর সমকালের।

আরও ৮০ কোটি ডলারের সামরিক সহায়তা বিলে মার্কিন প্রেসিডেন্ট শিগগিরই স্বাক্ষর করবেন বলে জানা গেছে।

১ হাজার ৩৬০ কোটি ডলারের প্যাকেজের অর্থ ইউক্রেনীয়দের খাদ্য, ওষুধ, আশ্রয়, ইউক্রেন ছেড়ে আসা শরণার্থী এবং অস্ত্র স্থানান্তরে ব্যয় করা হবে।

টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করে প্রেসিডেন্ট বাইডেন জানান, সেনা পাঠাতে না পারলেও ইউক্রেনে মানবিক ও সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র।

সিনেট নেতা চাক শুমার বলেন, সামরিক সহায়তা বিলের অংশ হিসেবে জ্যাভলিন অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র ও স্টিংগার অ্যান্টি-এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্র দেওয়া হবে ইউক্রেনকে।