প্রতীকী ছবি

ভারতের করোনাভাইরাসের টিকা কোভ্যাকসিনকে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আজ বুধবার (৩ নভেম্বর) ডব্লিউএইচও এই অনুমোদন দিয়েছে। খবর দ্য ডেইলি স্টারের।

এই অনুমোদনের মধ্য দিয়ে ভারত ছাড়া অন্য যেসব দেশের মানুষ এই টিকা নিয়েছেন, তাঁদের বিদেশ ভ্রমণে কোয়ারেন্টিন বা বিধিনিষেধের মুখোমুখি হতে হবে না।

ডব্লিউএইচও এক টুইট বার্তায় বলেছে, করোনা প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈধ টিকার ক্রমবর্ধমান পোর্টফোলিওতে ভারত বায়োটেকের কোভ্যাকসিন জরুরি ব্যবহারের তালিকায় (ইইউএল) জায়গা পেয়েছে।

কোভ্যাকসিন ভারতীয় টিকাগুলোর একটি। আজ সন্ধ্যা পর্যন্ত ১২ দশমিক ১৪ কোটির বেশি মানুষকে কোভ্যাকসিন টিকা দেওয়া হয়েছে।

কোভ্যাকসিন করোনার বিরুদ্ধে ৭৭ দশমিক ৮ শতাংশ কার্যকারিতা এবং নতুন ডেল্টা ভেরিয়েন্টের বিরুদ্ধে ৬৫ দশমিক ২ শতাংশ সুরক্ষা দিয়েছে।