আজ বুধবার সকাল নয়টায় একজন ব্যক্তি ঢাকার যাত্রাবাড়ীর দক্ষিণ মাতুয়াইল থেকে ফোন করে জানান, তাঁর দুই বছর তিন মাস বয়সী শিশুসন্তান রুমের ভেতর থেকে দরজা লক করে আটকা পড়েছে, তখন তার স্ত্রী রান্নাঘরে কাজে ব্যস্ত ছিল। এরপর শিশুটি কিছুতেই আর দরজা খুলতে পারেনি। দরজাটি লোহার এবং ইস্পাতের তৈরি ছিল। এরপর তিনি ৯৯৯ এ ফোন দিয়ে উদ্ধারে সহায়তা চান। ৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিক ডেমরা ফায়ার সার্ভিস স্টেশনকে জানিয়ে ব্যবস্থা নিতে বলা হয়। খবর পেয়ে দ্রুত ডেমরা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়।

ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার উসমান গণি ৯৯৯ কে জানান, তাঁরা ঘটনাস্থলে গিয়ে একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটের দরজা হাইড্রলিক ওপেনার দিয়ে খুলে সুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করেছেন।