প্রতীকী ছবি

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আঙ্কারায় জার্মানির রাষ্ট্রদূতকে বহিষ্কারের হুমকি দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপের প্রভাবশালী দেশটি।

তুরস্কের বিরোধী নেতা ওসমান কাভালাকে সমর্থন করায় আরও নয়টি দেশের রাষ্ট্রদূতকে একই ধরনের হুমকি দেওয়া হয়েছে। খবর বাসসের।

জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন সিবার্ট সাংবাদিকদের বলেন, ‘তুরস্কের প্রেসিডেন্টের মন্তব্যে আমরা উদ্বিগ্ন ও বিস্মিত।’

তিনি বলেন, বার্লিন অনুরূপ হুমকিপ্রাপ্ত দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

সিবার্ট বলেন, কূটনীতিকদের বহিষ্কার ন্যাটোভুক্ত দেশগুলোর দ্বিপক্ষীয় সম্পর্ক রক্ষার অনুকূলে হবে না।

গত শনিবার কারাবন্দি কাভালাকে সমর্থন করে যৌথ বিবৃতি দেওয়ায় জার্মানি, যুক্তরাষ্ট্রসহ ১০টি দেশের রাষ্ট্রদূতদের ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণার সিদ্ধান্ত নেন এরদোয়ান।