খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে চুয়াডাঙ্গার সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। ছবি: পুলিশ নিউজ

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হয়েছে চুয়াডাঙ্গা। শ্রেষ্ঠ সহকারী উপপরিদর্শক বা এএসআইও হয়েছেন এ জেলার এক কর্মকর্তা।
খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ের কনফারেন্স রুমে গত রোববার সকাল ১০টার দিকে সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, বিপিএম (বার)।

অনুষ্ঠানে ডিআইজি মহিদ উদ্দিনের কাছ থেকে শ্রেষ্ঠ জেলার পুরস্কার নেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) জাহিদুল ইসলাম। শ্রেষ্ঠ এএসআইয়ের পুরস্কার নেন চুয়াডাঙ্গার দর্শনা থানায় কর্মরত আনোয়ারুল হক।

ওই সময় এসপি জাহিদুল ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার), খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন বিপিএম (বার) ও চুয়াডাঙ্গা জেলার সব পদমর্যাদার সদস্যদের ধন্যবাদ জানান।

তিনি জেলার আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গা জেলাবাসীর সহযোগিতা কামনা করেন।