শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ছবি: সংগৃহীত

চিরপ্রতিন্দ্বন্দ্বী ভারতকে হারিয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করেছে পাকিস্তান। প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে ভারতকে হারানোয় উড়ছে পাকিস্তান।

আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে আজ মঙ্গলবার সুপার টুয়েলভে গ্রুপ-১-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে উপমহাদেশের দলটি।

জয়ের ধারায় থাকার লক্ষ্য পাকিস্তানের। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া নিউজিল্যান্ড। খবর বাসসের।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ।
শারজাহর ভেন্যুতেই নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হয় পাকিস্তান। সে ম্যাচে এককথায় ভারতকে উড়িয়ে দিয়েছে পাকিস্তান।

১০ উইকেটের বিশাল জয়ে ভারতবধের পাশাপাশি বিশ্বকাপে শুরুটা চমৎকার হয়েছে বাবর আজমের নেতৃত্বাধীন দলটির।

সম্ভাব্য স্কোয়াড
পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি ও শোয়েব মালিক।

নিউজিল্যান্ড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।