গাজীপুরে মঙ্গলবার আইজিপি কাপ কাবাডিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

গাজীপুরে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি (বালক ও বালিকা) অনূর্ধ্ব-১৯ ফাইনাল খেলা নগরীর রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত হয়েছে গত মঙ্গলবার রাতে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলগুলোকে পুরস্কার তুলে দেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।

গাজীপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বরকত উল্লাহ খান ও গাজীপুরের পুলিশ সুপার এসএম শফিউল্লাহ।

ব্রহ্মপুত্র জোনের এ খেলায় বালক বিভাগে ময়মনসিংহ জেলা দলকে পরাজিত করে কিশোরগঞ্জ জেলা দল এবং বালিকা বিভাগে জামালপুর জেলা দল ময়মনসিংহ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেন, কাবাডি খেলাকে জনপ্রিয় করে তোলার জন্য ব্যাপক পদক্ষেপ নেওয়া হয়েছে।
মিডিয়া পার্টনার হিসেবে খেলাটি সরাসরি সম্প্রচার করে তিতাস টেলিভিশন।