দুর্ঘটনাকবলিত এলাকা। ছবি : সংগৃহীত

মিসরের রাজধানী কায়রোর কাছে একটি গির্জায় আগুনে অন্তত ৪১ জন নিহত হয়েছে। এতে আরও অন্তত ১৪ জন আহত হয়েছে।

রোববার (১৪ আগস্ট) গিজা শহরে এ দুর্ঘটনা ঘটে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর আল জাজিরার।

আহতদের অ্যাম্বুুলেন্সে করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। আগুন নেভাতে ১৫টি দমকলের গাড়ি কাজ করে।

নিরাপত্তা সূত্র জানায়, ইমবাবা এলাকার ওই গির্জায় প্রায় পাঁচ হাজার মানুষ প্রার্থনা করছিল। এ সময় বৈদ্যুতিক সংযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে হুড়াহুড়ি করে বের হতে গিয়ে অনেকেই পদদলিত হয়।

মিসরের প্রেসিডেন্টের কার্যালয় জানায়, এ ঘটনায় প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি কপটিক খ্রিস্টান সম্প্রদায়ের পোপ দ্বিতীয় তাওয়াদ্রোসকে ফোনে সমবেদনা জানিয়েছেন।