রাশিয়া আবারও ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এ নিয়ে কয়েক দফায় গ্যাস সরবরাহ বন্ধ করল মস্কো।

বিবিসি, সিএনএনসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, রাশিয়ার রাষ্টীয় মালিকানাধীন জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম বলেছে, এটি সাময়িক পদক্ষেপ। নর্ড স্ট্রিম-১ পাইপলাইন মেরামতের প্রয়োজনে তিনদিনের জন্য সরবরাহ বন্ধ করা হয়েছে।

এর আগে গত ১৯ আগস্ট গ্যাজপ্রম বিবৃতি দিয়ে জানিয়েছিল, পশ্চিম রাশিয়া ও জার্মানিকে সংযুক্তকারী বাল্টিক সাগরের নিচ দিয়ে ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন নর্ড স্ট্রিম-১ আগস্টের ৩১ থেকে সেপ্টেম্বরের ২ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে এবং রক্ষণাবেক্ষণের কাজে তাদের অংশীদার জার্মানির সিমেন্স এনার্জির বিশেষজ্ঞরাও কাজ করবেন।

সর্বশেষ রাশিয়া রক্ষণাবেক্ষণের জন্য নর্ড স্ট্রিম-১ সাময়িক বন্ধ রেখে চালু করার পর থেকে এই পাইপলাইনের সক্ষমতার মাত্র ২০ শতাংশ গ্যাস সরবরাহ করছিল রাশিয়া। দেশটি বলেছিল, সরবরাহ কমে যাওয়ার প্রধান কারণ প্রযুক্তিগত সমস্যা। তবে জার্মানির দাবি রাজনৈতিক কারণেই মস্কো এমন পদক্ষেপ নিয়েছে।