ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর মা পাওলা মাইনো মারা গেছেন। গত ২৭ আগস্ট ইতালিতে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। গত মঙ্গলবার (৩০ আগস্ট) তাঁর শেষকৃত্য হয়। খবর ঢাকা পোস্টের।

বুধবার (৩১ আগস্ট) সোনিয়ার দল কংগ্রেসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

সোনিয়া গান্ধীর মায়ের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে দেওয়া এক বার্তায় মোদি বলেন, তাঁর (সোনিয়ার) মা, মিসেস পাওলা মাইনোর মৃত্যুতে সোনিয়া গান্ধীজির প্রতি সমবেদনা। তাঁর আত্মার শান্তি কামনা করি। এই শোকের মুহূর্তে, আমি তাঁর পুরো পরিবারের পাশে আছি।

গত ২৩ আগস্ট অসুস্থ মাকে দেখতে ভারত ছেড়েছিলেন সোনিয়া গান্ধী। ওই সময় তাঁর সঙ্গে দেশ ছেড়েছিলেন পুত্র রাহুল গান্ধী এবং কন্যা প্রিয়াঙ্কা গান্ধীও।