পাকিস্তানের বান্নু জেলার সন্ত্রাসবিরোধী কেন্দ্র দখল করা ৩৩ জঙ্গির সবাইকে মঙ্গলবার (২০ ডিসেম্বর) হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ এ তথ্য জানান।

এর আগে রোববার পাকিস্তানি তালেবান জঙ্গিরা কেন্দ্রটি দখলে নেয়। এ সময় নিরাপত্তা কর্মকর্তাসহ বেশ কয়েকজন তাদের হাতে জিম্মি ছিলেন।

জঙ্গিরা জিম্মিদের মুক্তির বিনিময়ে নিরাপদ প্রস্থানের দাবি করেছিল। আলোচনার চেষ্টা ব্যর্থ হওয়ায় অচলাবস্থার সৃষ্টি হয়। জঙ্গিরা নিজেদের মধ্যে তর্কে জড়িত থাকা অবস্থায় আক্রমণের সুযোগ নেয় নিরপত্তা বাহিনী।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, জিম্মিদের সবাইকে মুক্ত করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত এবং ১০ থেকে ১৫ জন সদস্য আহত হয়েছে।