করোনাভাইরাস I প্রতীকী ছবি

রাশিয়ায় ২৯ জানুয়ারি (শনিবার) এক দিনে ১ লাখের বেশি করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে এখন করোনার অতিসংক্রামক ধরন অমিক্রন ব্যাপক হারে ছড়াচ্ছে। খবর বাসসের।

রুশ সরকারের কোভিড-১৯ পোর্টালে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা উল্লেখ করা হয়েছে ১ লাখ ১৩ হাজার ১২২ জন, যা এক সপ্তাহ আগের তুলনায় প্রায় দ্বিগুণ।

করোনা শুরুর পর থেকে রাশিয়ায় এখন পর্যন্ত ৩ লাখ ৩০ হাজার ১১১ জনের মৃত্যু হয়েছে, যা ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি। তবে পরিসংখ্যান এজেন্সি রোসট্যাট জানিয়েছে, রাশিয়ায় করোনায় প্রকৃত মৃতের সংখ্যা সরকারি হিসাবের প্রায় দ্বিগুণ।