আহতদের উদ্ধার করছেন উদ্ধারকর্মীরা। ছবি : সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের জালালপুর পিরওয়ালা জেলার কাছে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তেলের ট্যাংকারের সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে ২০ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। খবর বাসসের।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার ভোরে বাস ও তেল ট্যাংকারের সংঘর্ষে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই ১৮ জন যাত্রী নিহত হন।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পরে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। এ সময় আটজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে দুজন হাসপাতালে মারা যান এবং অগ্নিদগ্ধ গাড়ি থেকে পুড়ে মারা যাওয়া ১৮ জনকে উদ্ধার করা হয়।

বাসটিতে চালক, হেলপারসহ ২৬ জন ছিলেন। তাঁরা পাঞ্জাবের রাজধানী লাহোর থেকে দক্ষিণাঞ্চলীয় করাচিতে যাচ্ছিলেন।