গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটির পঞ্চম সভা অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর মেট্রো আরটিসি কমিটির চেয়ারম্যান ও পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার)-এর সভাপতিত্বে সভা হয়।

জিএমপির অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে মঙ্গলবার (১৬ আগস্ট) এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, সভায় উপস্থিত সদস্যবৃন্দ পুলিশ কমিশনারকে যোগদান পরবর্তী প্রথম সভায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ব্যবহারকারী হিসেবে সময়, কর্মঘণ্টা, ফুয়েল সাশ্রয়, বিদ্যুৎ সাশ্রয় এবং সর্বোপরি মূল্যবান জীবন রক্ষায় স্বল্প সময়ে কার্যত পদক্ষেপের কারণে সবাই পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানান।

পোস্টে আরও বলা হয়, সভায় কমিটির অন্যান্য সদস্যদের উপস্থিতিতে গাজীপুর মহানগরীর সড়ক ও মহাসড়কের শৃঙ্খলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়। এরমধ্যে যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী উঠানামা না করা, যত্রতত্র পার্কিং না করা, অতিরিক্ত ভাড়া আদায় না করা, যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে এমন স্থাপনা ও পণ্যসামগ্রী অপসারণ, বাস স্টপেজ নির্ধারণ করা, যানবাহনের প্রয়োজনীয় ডকুমেন্টস নিশ্চিত করা ইত্যাদি।