প্রতিবেশী দেশ ভারতের মতো বাংলাদেশও রাশিয়া থেকে তেল আমদানি করতে পারে কি না, তা দেখতে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষের একনেক সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন মাননীয় প্রধানমন্ত্রী।  খবর আজকের পত্রিকার।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে বলেন, মূল্যস্ফীতির জন্য জ্বালানি তেল দায়ী। এতে সাধারণ মানুষ কষ্টে আছে। জ্বালানি তেল কেনার বিষয়ে বিভিন্ন ধরনের পথ বের করতে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী। প্রয়োজনে রুশ মুদ্রা রুবলে জ্বালানি তেল কেনার বিষয়টি দেখতে বলেছেন তিনি।’ 

মান্নান বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, ‘রাশিয়া থেকে ভারত তেল কিনতে পারলে আমরা কেন পারব না? চেষ্টা করলে আমরাও রাশিয়া থেকে তেল আনতে পারব।’ 

মাননীয় প্রধানমন্ত্রীর অন্যান্য নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের স্বাবলম্বী হওয়ার জন্য বলেছেন। তিনি আরও বলেছেন, সেচকাজে ব্যবহৃত পাম্পগুলো যেন সৌরবিদ্যুতের মাধ্যমে চালানো হয়, সে ব্যবস্থা নিতে হবে।’