বনানী কবরস্থানে স্বজনদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা।

রোববার (২৩ এপ্রিল) সকালে গণবভন থেকে সেখানে যান তারা। খবর ইন্ডিপেনডেন্ট অনলাইন।

শুরুতে কবরে ফুল দিয়ে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধুর দুই কন্যা। এর পর তারা কবর জিয়ারত করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর একদল বিপথগামী সৈনিক ও কর্মকর্তা হাতে সপরিবারে নিহত হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

নারকীয় এই হত্যাকাণ্ডের পর জাতির পিতার মরদেহ সমাহিত করা হয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। পরিবারের অন্য শহীদদের দাফন করা হয় বনানী কবরস্থানে।