জিএমপির অভিযানে আটক ও গ্রেপ্তার কিশোরদের একটি অংশ। ছবি: বাংলাদেশ পুলিশ

কিশোর গ্যাং প্রতিরোধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদা তৎপর। তারই ধারাবাহিকতায় জিএমপির টঙ্গী পশ্চিম থানা এবং টঙ্গী পূর্ব থানা-পুলিশ অভিযান চালিয়ে ৭৮ জনকে আটক করে। পরে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।

জিএমপির অভিযানে আটক ও গ্রেপ্তার কিশোরদের একটি অংশ। ছবি: বাংলাদেশ পুলিশ

জিএমপির টঙ্গী পশ্চিম থানা এবং টঙ্গী পূর্ব থানার খরতৈল, গুটিয়া, কলেজ গেট, সফিউদ্দিন রোড, তিলারগাতি, সিংবাড়ি, বড় দেওড়া, মুদাফা, মিলগেট, জিন্নাত মহল্লা বস্তি, মাজার বস্তি, কাঠালদিয়া বস্তি, নামার বাজার বস্তি, দত্তপাড়া, নদী বন্দর, ব্যাংকের মাঠ, কেরানীর টেক, মরকুন বালুর মাঠ, জোড়া খাম্বা, মধুমিতা রোড, নতুন বাজারসহ বিভিন্ন এলাকায় ৩১ জানুয়ারি (মঙ্গলবার) এসব অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের ৭৮ জন সদস্যকে আটক করা হয়।
জিএমপির অভিযানে আটক ও গ্রেপ্তার কিশোরদের একটি অংশ। ছবি: বাংলাদেশ পুলিশ

আটক কিশোরদের মধ্যে ৫৮ জন কিশোরের পিসিপিআর যাচাই করে সন্তোষজনক হওয়ায় তাদের অভিভাবকদের থানায় ডেকে কাউন্সেলিং ব্রিফিং প্রদান করে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকিদের মধ্যে ১৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করা হয়েছে। একজনকে ৫৯টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টঙ্গী পূর্ব থানায় মামলা হয়। তিনজনকে ডাকাতি প্রস্তুতির সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।
জিএমপির অভিযানে আটক ও গ্রেপ্তার কিশোরদের একটি অংশ। ছবি: বাংলাদেশ পুলিশ
জিএমপির অভিযানে আটক ও গ্রেপ্তার কিশোরদের একটি অংশ। ছবি: বাংলাদেশ পুলিশ