গরুর হাট পরিদর্শন করছেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজবাড়ী জেলায় এবার ২৬টি গরুর হাট বসেছে। সেসব হাটের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার (৭ জুলাই) রাজবাড়ী পৌরসভার বিনোদপুর এলাকায় গরুর হাট পরিদর্শনকালে এ কথা বলেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

তিনি বলেন, রাজবাড়ীতে ২৬টি গরুর হাট বসেছে। সবগুলো হাটে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জাল টাকা শনাক্ত ও টাকা পরিবহনে সহায়তার জন্য রাাজবাড়ী জেলা পুলিশ প্রস্তুত রয়েছে। শুধু পৌরসভা এলাকাতেই নয়, ইউনিয়ন পর্যায়ের হাটগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি ইউনিয়নের বিট অফিসারের পাশাপাশি সাদা পোশাকেও নজরদারি করবে পুলিশ।

পুলিশের এমন কর্মকাণ্ডকে স্বাগত জানিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে হাটে উপস্থিত ক্রেতা-বিক্রেতারা।

বিনোদপুর পশুরহাট পরিদর্শনকালে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শাহনেওয়াজ রাজু বিপিএম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাঈন উদ্দীন চৌধুরীসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।