বিএমপির কোতোয়ালি মডেল থানার আয়োজনে শুক্রবার জনগণের সঙ্গে মতবিনিময় সভা হয়। ছবি: বিএমপি

বরিশালের কোতোয়ালি মডেল থানাধীন রূপাতলী ২৫ নম্বর ওয়ার্ডের ৩৬ ও ৩৭ নম্বর বিট এলাকার জনসাধারণের সঙ্গে সচেতনতামূলক মতবিনিময় সভা করেছে পুলিশ।

আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপকমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভুঞা, বিপিএম (বার)।

ওই সময় তিনি বলেন, জনগণের সহযোগিতার ওপর পুলিশের সাফল্য অনেকাংশেই নির্ভর করে। পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে পুলিশকে সহযোগিতা করতে হবে।

আলী আশরাফ বলেন, সম্প্রতি দিনের বেলায় শহরের বিভিন্ন বাসাবাড়িতে চুরি হচ্ছে। এ চুরি বন্ধে পুলিশের পাশাপাশি জনগণকেও বেশ কিছু পদক্ষেপ নিতে হবে। এগুলোর মধ্যে রয়েছে দিনের বেলায় বাসার কলাপসিবল গেট তালাবদ্ধ করে রাখা, পাড়া-মহল্লায় পাহারাদারের ব্যবস্থা করা এবং সিসিটিভি স্থাপন করা।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএমপির অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) ফজলুল করিম, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ নূরুল ইসলাম পিপিএমসহ অনেকে।