রাজবাড়ীতে পুলিশের অভিযানে ফেনসিডিলসহ গ্রেপ্তার আসামিরা। ছবি: বাংলাদেশ পুলিশ

রাজবাড়ীতে গোয়ালন্দঘাট থানা-পুলিশ অভিযান চালিয়ে ১০৬ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া এলাকায় ৩ ডিসেম্বর (শনিবার) দুপুর থেকে বিকেলের মধ্যে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিদের নাম মো. শাকিল শেখ (২২), মো. সোহানুর রহমান শেখ (২৬) ও মো. সুজন জোয়াদ্দার ওরফে শেখ সাদি (২২)।

জেলা পুলিশ জানায়, গোয়ালন্দঘাট থানা পুলিশ ৩ ডিসেম্বর থানার দৌলতদিয়ায় বাংলাদেশ হ্যাচারির সামনে রাজবাড়ী-ঢাকা গামী মহাসড়কের ওপর চেকপোস্ট বসিয়ে দুপুর দেড়টা থেকে বিকেল ৫টা পর্যেন্ত বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দৌলতদিয়াঘাটগামী মাহেন্দ্রে তল্লাশি চালিয়ে প্রথমে চার বোতল ফেনসিডিলসহ শাকিলকে গ্রেপ্তার করা হয়। এরপর সোহানুর ও সুজনকে ১০২ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।