রাজধানীর আবদুল্লাহপুর এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানা। আবদুল্লাহপুরের খন্দকার সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে ৯ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৫টায় তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই আসামির নাম মো. আব্দুল্লাহ ও মো. রফিক। এ সময় তাঁদের কাছ থেকে ২ হাজার ৮০০টি ইয়াবা ও ইয়াবা ব্যবসায় ব্যবহৃত দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, ৯ আগস্ট বিকেলে আবদুল্লাহপুরের খন্দকার সিএনজি ফিলিং স্টেশনের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে পুলিশ। এ সময় সন্দেহ হলে দুজন লোককে থামার সংকেত দেওয়া হয়। তাঁরা না থেমে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের শরীর তল্লাশি করে ২ হাজার ৮০০টি ইয়াবা জব্দ করা হয়।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামিরা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।