রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ গতকাল বুধবার এই অভিযান চালায়। খবর ডিএমপি নিউজের।

গোয়েন্দা উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম জানান, গতকাল রাত ৭টা ৪০ মিনিটে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এলাকা থেকে মো. রাকসানুর ইসলাম ও মো. ইলিয়াসকে গ্রেপ্তার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। এ সময় তাঁদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তার দুজন দিনাজপুর জেলা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করতেন মর্মে স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা হয়েছে।

গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম, বিপিএম (সেবা)-এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহানের তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার (টিম লিডার) শাহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।