দেশে করোনায় এক দিনে পাঁচজনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ২৪৪ জন করোনা সংক্রমিত রোগী। স্বাস্থ্য অধিদপ্তর ১৮ নভেম্বর (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছে। খবর বিডিনিউজের।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৭৩ হাজার ৪৫৮ জনে। তাঁদের মধ্যে ২৭ হাজার ৯৩৯ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৪ জন। তাঁদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৭ হাজার ৫১৮ জন। এই হিসাবে দেশে এখন করোনা সংক্রমিত রোগী রয়েছেন ৮ হাজার ১ জন।

গত ২৪ ঘণ্টায় যে পাঁচজন মারা গেছেন, তাঁদের তিনজনই ঢাকা বিভাগের। একজন চট্টগ্রাম বিভাগের, অপরজন রংপুর বিভাগের। বাকি পাঁচ বিভাগে এই ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। মৃত পাঁচজনই পুরুষ। তাঁদের মধ্যে একজনের বয়স ৭০ বছরের বেশি। তিনজনের বয়স ৫১ বছর থেকে ৬০ বছরের মধ্যে। বাকি একজনের বয়স ৩১ থেকে ৪১ বছরের মধ্যে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের ৩৪টি জেলায় কোনো রোগী শনাক্ত হয়নি। যে ২৪৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন, তাঁদের ১৭৯ জনই ঢাকা বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১৯ হাজার ৫০৭টি নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১ দশমিক ২৫ শতাংশ, যা আগের দিন ১ দশমিক ৩৫ শতাংশ ছিল। এদিকে দেশে শনাক্ত অনুযায়ী মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।