কামরাঙ্গীরচরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় ডিএমপির লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মো. জাফর হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ছবি : ডিএমপি

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানীর কামরাঙ্গীরচরে ‘সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং করণীয়’ শীর্ষক এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ মার্চ) সকালে কামরাঙ্গীরচর থানাধীন অ্যাডভোকেট কামরুল ইসলাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মো. জাফর হোসেন।

রমজান উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সার্বিক বিষয় নিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান অতিথি। এ সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন সেবা প্রদানের নিশ্চয়তা দেন।

লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার আশফাক আহমেদ, সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল) কাজী মাহবুব আলম, কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা আনোয়ার, কামরাঙ্গীরচর ওয়ার্ড কাউন্সিলর, ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী, চিকিৎসক, মসজিদের ইমামগণ, স্থানীয় নেতৃবৃন্দ, ব্যাংকের ম্যানেজার, মার্কেট সমিতির নেতৃবৃন্দ, কামরাঙ্গীরচরের ছোট-বড় কারখানার মালিক ও প্রতিনিধিগণ, রসুলপুর বণিক সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।