সিএমপির সচেতনতামূলক কর্মশালায় উপস্থিত পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টরা। ছবি: সিএমপি

যানজট নিরসনে সচেতনতামূলক কর্মশালা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সিএমপির ট্রাফিক উত্তর বিভাগের আওতাধীন বায়েজীদ বোস্তামী থানা এলাকায় লিডার্স স্কুল অ্যান্ড কলেজে বুধবার ‘নিরাপদ সড়ক ব্যবহার এবং ট্রাফিক শৃঙ্খলা’ শীর্ষক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রায় ৫০০ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল।

শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং শিক্ষণীয় ভিডিওচিত্র দেখানোর মাধ্যমে রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং/ফুট ওভারব্রিজ ব্যবহার এবং ট্রাফিক আইন ও সাইন নিয়ে মৌলিক ধারণা দেওয়া হয়।

কর্মশালাটি সার্বিক পরিচালনায় নিয়োজিত ছিলেন সিএমপির অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক উত্তর) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডার্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অবসরপ্রাপ্ত কর্নেল আবু নাসের মো. তোহা।