ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্র্যাউন্ডে পুলিশ সদস্যদের আইজি ব্যাজ পরিয়ে দেন।

ভালো কাজের পুরস্কার হিসেবে ‘পুলিশ ফোর্স এক্সামপ্লারি গুড সার্ভিস ব্যাজ’ বা আইজি ব্যাজ পেলেন এ বাহিনীর ৪৫৮ জন সদস্য।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের প্যারেড গ্রাউন্ডে তাঁদের এই ব্যাজ পরিয়ে দেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

২০২২ সালে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ এই পুলিশ সদস্যদের বার্ষিক এই মর্যাদাপূর্ণ সম্মাননা দেওয়া হলো।

৩ জানুয়ারি এবারের পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন তিনি রাজারবাগে বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

ওই অনুষ্ঠানে ১১৭ জন পুলিশ সদস্যকে বিপিএম ও পিপিএম পদক পরিয়ে দেন সরকারপ্রধান।

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ৮ জানুয়ারি শেষ হবে এবারের পুলিশ সপ্তাহ।