প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীরা। ছবি: পুলিশ নিউজ

ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরসি) উদ্যোগে তিন দিনব্যাপী ‘‘ফার্স্ট এইড’’ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক তারিকসহ কনস্টেবল থেকে পুলিশ পরিদর্শক পদমর্যাদার ২০ সদস্য অংশ নেন।

কর্মশালায় কথা বলছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক তারিক। ছবি: পুলিশ নিউজ

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে কক্সবাজারের রয়েল টিউলিপ হোটেলে উদ্বোধনী অনুষ্ঠান হয়।

আইসিআরসির কক্সবাজার অঞ্চলের প্রধান মানিষ দাস, রিজিওনাল ডেলিগেট অব পুলিশ অ্যান্ড সিকিউরিটি ফোর্সেস ভেরেনা মারিয়া (অবসরপ্রাপ্ত জার্মান পুলিশ অফিসার) এবং নেটওয়ার্কিং অ্যাডভাইজার অবসরপ্রাপ্ত মেজর মো. রাকিবুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

আইসিআরসির রিজিওনাল ডেলিগেট অব পুলিশ অ্যান্ড সিকিউরিটি ফোর্সেস ভেরেনা মারিয়ার কাছ থেকে সনদ নিচ্ছেন ১৬ এপিবিএনের অধিনায়ক তারিক। ছবি: পুলিশ নিউজ