‘অভিশপ্ত আগস্ট’ নাটকের একটি দৃশ্য। ছবি: হবিগঞ্জ জেলা পুলিশ

হবিগঞ্জ জেলা পুলিশের ব্যবস্থাপনায় জেলার শিল্পকলা একাডেমির হলরুমে মঙ্গলবার সন্ধ্যা সাতটায় ১৯৭৫ সালের ১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের ওপর ইতিহাস-আশ্রয়ী গবেষণালব্ধ নাটক ‌‌’অভিশপ্ত আগস্ট’ পরিবেশিত হয়েছে।
নাটকটি দেখে দর্শকসারিতে থাকা সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন।

জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), জেলার সব সার্কেল অফিসার, বিভিন্ন নেতৃবৃন্দ ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।