পুলিশি হেফাজতে ৫ মাদক কারবারি। ছবি : বাংলাদেশ পুলিশ

মানিকগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ৫৬ গ্রাম হেরোইন, ৩০০ গ্রাম গাঁজাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) রাতে মানিকগঞ্জ সদর থানাধীন বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মানিকগঞ্জ সদর থানা এলাকার মো. ফারুক হোসেন (৪১), মো. জহিরুল ইসলাম (২২) ও মো. তারিকুল ইসলাম (৩০) এবং ঘিওর থানা এলাকার মো. ইকবাল হোসেন (৪০) ও মো. রাজিব মিয়া (২৭)। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন।

মানিকগঞ্জ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, মানিকগঞ্জ সদর থানাধীন চর বারইল এলাকা থেকে ৩৪ গ্রাম হেরোইনসহ ফারুক, জহিরুল ও তরিকুলকে গ্রেপ্তার করা হয়। অপর অভিযানে সদর থানাধীন চরগড়পাড়া থেকে ২২ গ্রাম হেরোইন, ৩০০ গ্রাম গাঁজাসহ ইকবাল ও রাজিবকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।