মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : বাসস

পবিত্র রমজানে সরকারিভাবে বড় করে ইফতার পার্টি আয়োজন না করার নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় তিনি এই নির্দেশনা দেন। খবর বাসসের।

বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে একটি নির্দেশনা আছে। সেটা হলো, রমজান মাসে সরকারিভাবে কোনো বড় ইফতার পার্টি আয়োজন করা যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে এ নির্দেশনা দিয়েছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বেসরকারিভাবেও এ ধরনের বড় ইফতার পার্টির আয়োজনকে নিরুৎসাহিত করা হয়েছে। কারও যদি দায়-দাবি থাকে, তাহলে যেন সেই অর্থে খাদ্য কিনে গরিব মানুষের মধ্যে বিতরণ করা হয়।