বন্দুক হামলার পর ঘটনাস্থলে পুলিশের গাড়ি। ছবি-সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের লাসভেগাসে নেভাদা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। তবে সন্দেহভাজন হামলাকারীরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

লাসভেগাস পুলিশ বিভাগ সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে জানিয়েছে, বন্দুকধারী ছাড়াও তিনজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ আরেকজনের অবস্থা আশঙ্কাজনক।

কর্তৃপক্ষ নিহতদের পরিচয় জানাতে পারেনি। তা ছাড়া সন্দেহভাজন ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়েছেন নাকি আত্মহত্যা করেছেন, তা-ও স্পষ্ট নয়।

ভিনসেন্ট পেরেজ স্কুলের একজন অধ্যাপক জানান, ক্যাম্পাসে তিনি প্রচুর গুলির শব্দ শুনেছেন।

তিনি বলেন, সাত থেকে আটটি গুলির শব্দ শুনতে পাই। এ সময় অনেক বড় শব্দ হয়। ঘটনার সঙ্গে সঙ্গে আমরা ভেতরে চলে যাই এবং দেখি, বাস্তবেই গুলির ঘটনা ঘটছে।

বিশ্ববিদ্যালয় পুলিশের মুখপাত্র অ্যাডাম গার্সিয়া ব্রিফিংয়ে বলেছেন, ক্যাম্পাসে একজন সক্রিয় শুটারের খবর পাওয়ার পর নিরাপত্তাকর্মীরা অভিযান শুরু করেন। সূত্র: জাগো নিউজ।