মেক্সিকোতে দাবদাহে আটজনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার (১৬ জুন) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

চলতি সপ্তাহে দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত ১৪ এপ্রিল থেকে ১২ জুনের মধ্যে হিট স্ট্রোকে সাতজন এবং একজন পানি শূন্যতায় মারা গেছেন।