বিশ্ব স্বাস্থ্য সংস্থার লোগো। ছবি: সংগৃহীত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মঙ্গলবার বলেছে, তামাকশিল্প বিশ্বের অন্যতম বড় দূষণকারী।

এ খাত বর্জ্যের পাহাড় সৃষ্টি, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিসহ নানাবিধ প্রভাব ফেলছে বলে মনে করছে সংস্থাটি। খবর বাসসের।

ডব্লিউএইচও এ শিল্পকে ব্যাপকভাবে বন উজাড় করার জন্য দায়ী করে বলেছে, দরিদ্র দেশগুলোকে খাদ্য উৎপাদনের প্রয়োজনীয় জমি ও পানি থেকে বঞ্চিত করছে তামাক।

বিশ্ব তামাকমুক্ত দিবসে প্রকাশিত প্রতিবেদনে জাতিসংঘের সংস্থাটি তামাকশিল্পকে দায়ী করার লক্ষ্যে বিল আনার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

‘তামাক: আমাদের গ্রহকে বিষাক্ত করছে’ শীর্ষক প্রতিবেদনে তামাক চাষ থেকে তামাকজাত দ্রব্যের উৎপাদন, ব্যবহার এবং বর্জ্য পর্যন্ত পুরো চক্রের প্রভাবের দিকগুলো তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্যের ওপর তামাকের প্রভাব সম্পর্কে কয়েক দশক ধরে ব্যাপক আলোচনা হলেও ধূমপান এখনো প্রতিবছর বিশ্বব্যাপী আট মিলিয়নের বেশি লোকের মৃত্যু ঘটায়। প্রতিবেদনে পরিবেশগত পরিণতির ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।