রাজধানীর যাত্রাবাড়ী থেকে ১২ কেজি গাঁজাসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ গতকাল মঙ্গলবার তাঁদের গ্রেপ্তার করে। এ ব্যাপারে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে। খবর ডিএমপি নিউজের।

এই অভিযানে নেতৃত্ব দেন ডিবি ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আজহারুল ইসলাম মুকুল। গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন রবিউল ও মো. তৌহিদুল ইসলাম বাবু। দুজনেরই বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আজহারুল ইসলাম মুকুল জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, কয়েকজন মাদক ব্যবসায়ী কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা ঢাকায় এনে বিক্রির জন্য কাজলা ব্রিজ পানির পাম্পের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একটি কালো হাইয়েস মাইক্রোবাসসহ রবিউল ও তৌহিদুল নামের দুজনকে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম-সেবা এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আজহারুল ইসলাম মুকুলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।