পুলিশি হেফাজতে তিন আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক তিনটি অভিযানে ২৩৫টি ইয়াবা বড়ি, ৫২ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত মঙ্গলবার (২১ মার্চ) ও বুধবার (২২ মার্চ) কোতোয়ালি, চৌগাছা ও ঝিকরগাছা থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন কোতোয়ালি থানা এলাকার মো. আরমান শেখর (৪১), চৌগাছা থানা এলাকার বিল্লাল হোসেন (২৩) এবং বেনাপোল পোর্ট থানা এলাকার মুসা করিম (৩০)।

ডিবি যশোরের উপপরিদর্শক (এসআই) মো. সোলায়মান আক্কাস জানান, মঙ্গলবার বিকেলে কোতোয়ালি থানাধীন পুরাতন কসবা কাজীপাড়া থেকে আসামি আরমানকে ১৫০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

উপপরিদর্শক (এসআই) রাজেশ কুমার দাশ জানান, মঙ্গলবার বিকেলে চৌগাছা থানাধীন তেঁতুলবাড়িয়া গ্রাম থেকে আসামি বিল্লালকে ৮৫টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

উপপরিদর্শক (এসআই) মো. রইচ আহমেদ জানান, বুধবার ভোরে ঝিকরগাছা পৌরসভার কৃষ্ণনগর মিস্ত্রিপাড়া থেকে আসামি মুসাকে ৫২ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।