পুলিশি হেফাজতে তিন আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

ফুঁ দিয়ে টাকা ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজারের রাজনগর থানা-পুলিশ।

বুধবার (২২ মার্চ) শ্রীমঙ্গল থানাধীন বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন কমলগঞ্জ থানা এলাকার সালাউদ্দিন (৪৩) এবং শ্রীমঙ্গল থানা এলাকার আব্দুল মুসলিম (৪২) ও মো. আনোয়ার মিয়া (৩৪)।

পুলিশ জানায়, ১৯ মার্চ দুপুরে রাজনগর থানাধীন তারাপাশা এলাকার সোনালী ব্যাংক থেকে টাকা তুলে অটোরিকশায় চড়ে বাড়ি ফিরছিলেন ভুক্তভোগী রায়না বেগম (৪২)। তারাপাশা হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে পাঁচ-ছয়জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি অটোরিকশা থামান। এ সময় তাঁরা ভুক্তভোগীকে ফুঁ দিয়ে টাকা দ্বিগুণ করার প্রলোভন দেখান। ভুক্তভোগী রাজি হওয়ার একপর্যায়ে কৌশলে ৫১ হাজার টাকা নিয়ে পালিয়ে যান আসামিরা। এ ঘটনায় গত মঙ্গলবার (২১ মার্চ) রাজনগর থানায় মামলা করেন ভুক্তভোগী।

রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. সওকত মাসুদ ভূইয়া জানান, সিসিটিভি ফুটেজে প্রতারক চক্রের সিএনজিচালিত অটোরিকশার গ্লাসে একটি ছেঁড়া পোস্টার দেখে তাঁদের শনাক্ত করা হয়। পরে শ্রীমঙ্গল পৌরসভার খাঁসগাঁও এলাকা থেকে সালাউদ্দিন ও মুসলিমকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী আনোয়ারকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, আসামিদের কাছ থেকে ১৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।