যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম। ছবি: পুলিশ নিউজ

‘চাকরি নয়, সেবা’ স্লোগানকে সামনে রেখে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ পুলিশ।
এরই ধারাবাহিকতায় ২৯ মার্চ, মঙ্গলবার থেকে যশোর জেলায় টিআরসি পদে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে লোক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

এ বিষয়ে যশোরের পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম বলেন, ‘মনে রাখবেন সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে লোক নিয়োগ দেয়া হবে। এ ব্যাপারে কারও সাথে কোনো প্রকার আর্থিক অনিয়মে জড়াবেন না। কোনো প্রতারক চক্রের খপ্পরে পড়বেন না।’

তিনি আরও বলেন, ‘কোনো ব্যক্তি যদি আপনার কাছ থেকে নিয়োগ দেওয়ার নামে আর্থিক লেনদেন করতে চায়, তাহলে অবশ্যই আপনার নিকটতম পুলিশ স্টেশনকে বিষয়টি সম্পর্কে অবহিত করুন অথবা আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে জানাতে পারেন।’